Team working

About us

দীনের মৌলিক বিষয়গুলো জানা এবং চর্চার জন্য এটি উন্মুক্ত একটি প্লাটফর্ম। এখানে দীনের প্রাথমিক বিষয়গুলো জানার পাশাপাশি দারসুল কুরআন, দারসুল হাদীস, ইসলামিক স্টাডিজ, সেলফ রুকইয়া এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধি বিষয়ক পর্যায়ক্রমে বিভিন্ন এডভান্স কোর্স অফার করা হবে, ইন-শা-আল্লাহ। দক্ষ, অভিজ্ঞ ও সিনিয়র উস্তায/উস্তাযাগণ এ কোর্সগুলোর প্রশিক্ষক হিসেবে থাকবেন। প্রতিটি কোর্সে বিষয়ভিত্তিক একাধিক মডিউল, ভিডিও, সংক্ষিপ্ত নোট দেওয়া থাকবে এবং পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে যাচাইয়ের সুযোগ থাকবে।

Our Mission

আলোকিত মানুষ গড়া আমাদের স্বপ্ন। ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য। দীনের মৌলিক জ্ঞান চর্চায় সকলকে আমরা উদ্বুদ্ধ করতে চাই এবং আমল ও চরিত্রে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আমরা বিশ্বাস করি— সঠিক দীনি শিক্ষা-ই বদলে দিতে পারে ব্যক্তি, পরিবার, সমাজ ও প্রজন্মকে। আল্লাহ তাআলা একমাত্র তাওফীকদাতা।

WhatsApp Chat