Frequently Asked Questions

উত্তর: জী, যে কেউ এই কোর্সগুলো করতে পারবেন, ইন-শা-আল্লাহ। তবে রেজিষ্ট্রেশনের সময় আপনি গার্ডিয়ান নাকি জেনারেল সেটি উল্লেখ করতে হবে।

উত্তর: ওয়েব সাইট থেকে Log in করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের সময় আপনি গার্ডিয়ান নাকি জেনারেল, সেটি উল্লেখ করতে হবে। এরপর আপনার আগ্রহ অনুযায়ী যেকোনো কোর্সে ক্লিক করে 'কোর্সটি শুরু করুন' অপশনে ক্লিক করে কোর্সটি করতে হবে। এডভান্স কোর্স হলে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

 উত্তর: এডভান্স কোর্সগুলোতে ক্লিক করলে 'কোর্সটি শুরু করুন' অপশন দেখাবে। এতে ক্লিক করলে পেমেন্ট করতে বলা হবে। 

• প্রথমে সেখানে প্রদত্ত বিকাশ নম্বরে সেন্ডমানি করুন। 
• আপনি যে মেথডের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, পেমেন্ট মেথড থেকে সেই মেথডটি সিলেক্ট করুন।
• ট্রানজেকশন আইডি নম্বর এবং কোন নম্বর থেকে টাকা পাঠিয়েছেন, সেই নম্বরটি লিখে 'Submit Payment' অপশনে ক্লিক করুন।

যথাযথ প্রক্রিয়ায় কোর্স ফি পাঠিয়ে থাকলে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেজেস দিয়ে আপনাকে সেটি নিশ্চিত করা হবে, ইন-শা-আল্লাহ।

উত্তর: জী, নারী-পুরুষের জন্য ভিন্ন ভিন্ন ক্লাস হবে। নারীদের কোর্সে মহিলা উস্তাযাগণ ক্লাস নিবেন। আর পুরুষদের কোর্সে পুরুষ উস্তাযগণ ক্লাস নিবেন, ইন-শা-আল্লাহ।

উত্তর: সকল এডভান্স কোর্সের ভিতরের বিবরণী (Overview)-তে এই বিষয়গুলো সবিস্তারে উল্লেখ করা হয়েছে।
WhatsApp Chat