উত্তর: এডভান্স কোর্সগুলোতে ক্লিক করলে 'কোর্সটি শুরু করুন' অপশন দেখাবে। এতে ক্লিক করলে পেমেন্ট করতে বলা হবে।
• প্রথমে সেখানে প্রদত্ত বিকাশ নম্বরে সেন্ডমানি করুন।
• আপনি যে মেথডের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, পেমেন্ট মেথড থেকে সেই মেথডটি সিলেক্ট করুন।
• ট্রানজেকশন আইডি নম্বর এবং কোন নম্বর থেকে টাকা পাঠিয়েছেন, সেই নম্বরটি লিখে 'Submit Payment' অপশনে ক্লিক করুন।
যথাযথ প্রক্রিয়ায় কোর্স ফি পাঠিয়ে থাকলে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেজেস দিয়ে আপনাকে সেটি নিশ্চিত করা হবে, ইন-শা-আল্লাহ।